চীনের মতো অবস্থা হয়ে যাবে বাংলার কিছুদিন পর, দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য
From : রাইট
Nov 03, 2021
1:21:00 PM
চীনের মতো অবস্থা হয়ে যাবে বাংলার কিছুদিন পর, দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য
বিধানসভা নির্বাচন এবং তারপর উপনির্বাচন সবেতেই পরাজিত হয়েছে বিজেপির।
বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই হারের কারণ ব্যাখ্যা করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) শাসক দলকে কটাক্ষ করলেন।
দিলীপ ঘোষ বলেন ‘কিছুদিন পর এক পার্টি গণতন্ত্র হয়ে যাবে বাংলায়, ঠিক চীনের মত। এখানে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে লড়তে পারবে না।
তিনি আরও বলেন, বাই ইলেকশন কোনো সিদ্ধান্তিক ব্যাপার নয় , এটা একটু ব্যতিক্রম। কর্মীরা পার্টির আদর্শের জন্যই কাজ করে । নির্বাচন, প্রচার কোন কিছুই করতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রার্থীকে ভোট দিতেও বাঁধা দেওয়া হচ্ছে না। আর কে কবে বাই ইলেকশনে জিতেছে? কাউকেই জিততে দেবে না’।