চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়া অন্তঃসত্বাকে বাঁচালেন এক আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) কর্মী।
মহারাষ্ট্রের কল্যাণ রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে ট্রেনের তলায় প্রায় পড়ে যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা তরুণী। কাছেই দাঁড়িয়ে থাকা এক আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) কর্মীর তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, গোরক্ষপুরের বাসিন্দা ২১ বছরের তরুণী বন্দনা এবং তার স্বামী চন্দ্রেশ এক সন্তানকে নিয়ে মুম্বই এসেছিলেন।কল্যাণ স্টেশন থেকে ফেরার সময় ট্রেন ধরার কথা ছিল তাদের।কিন্তু বন্দনা ভুল করে অন্য ট্রেনে চেপে পড়েন।যত ক্ষণে তিনি সেটা বুঝতে পারেন তত ক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেন থেকেই নামতে যান আট মাসের অন্তঃসত্ত্বা বন্দনা। নামতে গিয়ে পা পিছলে ট্রেন ও স্টেশনের মাঝে পা ঢুকে যাচ্ছিল বন্দনার। ঠিক তখনই এস আর খাণ্ডেকর নামের এক পুলিশকর্মী তাকে সাহায্য করতে আসে। তাঁকে সাহায্য করতে দেখে আরও কয়েক জন যাত্রীও এগিয়ে আসেন। সবাই মিলে বন্দনাকে টেনে তোলেন। পরে তিনি পরিবারের সঙ্গে গোরক্ষপুরের ট্রেনে ওঠেন।