প্রায় দেড় বছরে সর্বননীম্ন অ্যাকটিভ কেস, দেশের কোভিড গ্রাফে মানুষ স্বস্তি
From : রাইট
Nov 24, 2021
12:59:30 PM
উৎসবের মরসুম শেষ হতেই দেশে কোভিড গ্রাফে কিছুটা স্বস্তি মিললো।দেশে অ্যাকটিভ কেশ কমে এসে দাঁড়িয়েছে ১ লক্ষ ১১ হাজার ৪৮১ জন।শাস্ত্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা অংক্ৰান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন।যা একদিনে করোনাতে মারা গেছেন ৪৩৭ জন।আর করণাতে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। গত বছরের মার্চের পর যা রেকর্ড হয়েছে।
অন্যদিকে এই করোনা অনেক পড়ুয়ার উপর হানা করেছে এটি ঘটেছে পাঞ্জাবের নবোদয় বিদ্যালয়।বর্তমান আক্রান্ত ১৪ জন পড়ুয়া।তাদের মধ্যে ১২ জন অষ্টম শ্রেণির এবং বাকি ২ জন নবম শ্রেণিতে পড়ে।কদিন ধরে তাদের সর্দি কাশি সহ জ্বর এবং কোরোনার একাধিক উপসর্গ দেখা যাচ্ছে তারপরই তাদের করোনা টেস্ট করা হয় এবং পজিটিভ এলে তাদের ইসলোশন এ রেখে চিকিৎসা হয়।তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রায় দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা সর্বনিম্ন হওয়ায় স্বস্তি মিলেছে ঠিকই। কিন্তু মানুষ এখন আর করোনা বিধি না মানায় আবার করোনা বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।তাই কোভিডবিধি মেনে চলার কথাই বলছেন তাঁরা।রাস্তায় বেরোলে মাস্ক ও স্যানিটাইজার করতে হবে।