তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনার জন্য ‘আগামী ২ মাস সবকিছু বন্ধ রাখা উচিত’, বলে মুখ খুললেন

From : রাইট
Jan 09, 2022
12:20:00 PM
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনার জন্য ‘আগামী ২ মাস সবকিছু বন্ধ রাখা উচিত’, বলে মুখ খুললেন শনিবার তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক করেন ডায়মন্ডহারবারে।বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার জন্য একাধিক নির্দেশিকা জারি করেন । প্রত্যেকটি ওয়ার্ডে ও ব্লকের খোঁজ নেওয়ার জন্য একটা করে টিম তৈরি করতে হবে এবং এর পাশাপাশি থাকবে চিকিৎসকদের টিম,যাতে কিছু হলেই তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু করতে পারে । সেইসঙ্গে বাজার, জনবহুল এলাকায় দুটি করে মাস্ক পড়তেই হবে। শনিবার দুপুরে ডায়মন্ড হারবার লোকসভার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের পর আলিপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বড় দিন, দুর্গাপুজো, সমস্ত উৎসব পরে হবে, সবার আগে মানুষের জীবন। যদি মানুষই না থাকেন, তাহলে উৎসব কীসের! গঙ্গাসাগর ইস্যুতে হাইকোর্টের বেঁধে দেওয়া বিধিই মেনে চলা উচিত আমাদের’। এর পাশাপাশি বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে তিনি বলেন, ‘আদালতে মামলা চলছে পুর নির্বাচন নিয়ে। আদালতের সেই রায়ের দিকেই তাকিয়ে আছে রাজ্য সরকার থেকে রাজ্য নির্বাচন কমিশন। তবে আমার ব্যক্তিগত মতামত, সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI