Coronavirus: দেশে গত ২৪ ঘণ্টায় স্বস্তি করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা

From : রাইট
Oct 26, 2021
10:19:15 AM
দেশ তথা গোটা রাজ্য জুড়ে লাগাতার টিকাকরণের (Corona Vaccine) সুফল পাচ্ছে ভারত। উৎসবের মরশুম শেষেও মূলত টিকাকরণের জোরে স্বস্তি মিলছে দেশের দৈনিক মৃত্যু এবং আক্রান্তের সংখ্যার পরিমান । কেরল এবং বাংলার মতো দু-একটি রাজ্য ছাড়া দেশের প্রায় অধিকাংশ রাজ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে করোনা। তাছাড়া ,মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ অনেকটা কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৪২৮ জন মানুষ করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন।করোনার সংক্রমণ কমার কারণ হল মহারাষ্ট্র একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমে যাওয়া।কিন্তু মহারাষ্ট্রে করোনা সংক্রমণ কমলেও কেরল নিয়ে চিন্তা অব্যাহত চিকিৎসকরা । গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬৪ জন। এই উৎসবের মরশুমেও বাংলাতে বেড়েছে করোনা সংক্রমণ। তবে কিছুদিন ধরে খানিকটা স্বস্তি মিলেছে মৃত্যুর। পরপর দু’দিন দেশে মৃতের সংখ্যা পাঁচশোর বেশি থাকার পর এদিন বেশ খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই করোনা মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৫৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসও।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI