দাদার জন্যই কলকাতার হয়ে খেলার ইচ্ছা ছিল এবং সেটা পূরণ হলো এমনটাই জানালেন খেলোয়াড় নিজেই
ভেঙ্কটেশ অয়ারের কলকাতার হয়ে খেলার স্বপ্নছিল দাদার কলকাতা দলের অধিনায়ক থাকা কালীন সময় থেকে, এমনটাই জানালেন খেলোয়াড় নিজেই।
মুম্বাইয়ের বিরুদ্ধে ৫৩ ও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪১ রানের অনবর্ত ইনিংস খেলে সকলের কাছে খুব প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন এই বামহাতি নতুন খেলোয়াড় ভেঙ্কটেশ। এবার ওই খেলোয়াড় ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি অনুপ্রেরিত হওয়ার পিছনে কার অবদান রয়েছে তিনি জানালেন।
তিনি জানান আমি দাদার খুব বড় ভক্ত এবং দাদার জন্যই আমি kkr এর হয়ে খেলতে চেয়েছিলাম। এর কারণটাও তিনি জানান । তিনি জানান যে দাদা kkr এর দলের ক্যাপ্টেন ছিলেন তাই তিনি kkr এর হয়ে খেলতে চেয়েছিলেন।
তিনি আরো জানান যে আমি প্রথম ডান হাত দিয়ে খেলতাম, কিন্তু দাদাকে দেখে আমি দাদার মতো খেলার কথা ভাবি তাই আমি এখন বামহাতি খেলোয়াড়।
আইপিল এর জগতে পা রেখেই তিনি পরপর ২টি ম্যাচে অসাধারণ খেলা উপহার দিয়েছেন দর্শকদের।