দীপাবলিতে সব ধরণের বাজি নিষিদ্ধ করলো কলকাতা হাইকোর্ট
From : রাইট
Oct 29, 2021
3:32:30 PM
কালীপুজো ও দীপাবলিতে প্রায় সব রকমের আতশবাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী , কালীপুজো ও দীপাবলিতে কোনভাবে বাজি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রদীপ জ্বালানো যেতে পারে। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র প্রদীপ ও মোমবাতি জ্বেলেই দীপাবলি, ছট, কিংবা গুরু নানকের জন্মদিনের মতো উৎসব পালন করতে হবে।বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ‘‘করোনার তৃতীয় ঢেউ আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেব কী ভাবে? বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা— সবার কথা ভাবতে হবে।’’