ডাক্তার-নার্সরা বাজি পোড়াতে ব্যস্ত হাসপাতালের করিডোরে, রোগীর মৃত্যু হল
From : রাইট
Nov 07, 2021
11:22:15 AM
চিকিৎসক ও নার্স বাজি পোড়াতে ব্যস্ত। অন্যদিকে এক মহিলা যন্ত্রণায় ছটপট করছেন হাসপাতালে। অবশেষে ওই মহিলার ‘গাফিলতি’র জেরে মৃত্যু হয়। এমন একটি ঘটনার জন্য মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ চরম অস্বস্তিতে পড়েছেন। এই ঘটনার জেরে প্রশাসন চিকিৎসক,ও নার্সদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন।
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলার বয়স ২৬ বছর। এমনকি ওই মহিলা অন্তঃসত্ত্বাও ছিলেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তান প্রসবের জন্য। এবং তিনি ২৬ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সুস্থ সন্তানের জন্ম দেন। মৃত ওই মহিলার স্বামী জানান, বাচ্চা হওয়ার পর তাঁকে ইনজেকশন দেওয়া হয়েছিল কয়েকটি। আর ওই ইনজেকশন নেওয়ার পরই মহিলাটি অসুস্থ হয়ে পড়েন। আর তার পরেই তার মৃত্যু হয়। মৃত মহিলার স্বামী এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
জানা যায়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যখন বাজি পোড়াতে ব্যস্ত ছিলেন হাসপাতাল করিডোরে ঠিক তখনই ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রনায় ছটপট করছিলেন। আর এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ওই চিকিৎসক ও নার্সদের সাসপেন্ড করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এর উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।