দলের অভন্তরে মনোমালিন্য : দিলীপ ঘোষের মন্ত্যবের বিরোধিতা করে আরো এক বার শিরোনামে উঠে এলেন বিজেপির খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চটোপাধ্যায়।
দলের অভ্যান্তরিন মনোমালিন্য এর কারণে বার বার উঠে আসছে ভারতীয় জনতা পার্টির নাম। এবার বিতর্কের সুর শোনা গেল বিজেপির খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চটোপাধ্যায় এর মুখে।
রেল এর তরফ থেকে ৩টি ওভার ব্রিজ হচ্ছে খড়্গপুরে। দিলীপ ঘোষ খড়্গপুর সদরের ডিআরএম এর প্রশংসা করে পুজোর আগে ওভার ব্রিজ গুলি উদ্ভোদন হবে বলে জানান। এখানেই মতবিরোধ খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ এর। তিনি কয়েকটি অভিযোগ করেন যে , শ্রমিক দের নিরাপত্তার কথা ভাবছেন না কতৃপক্ষ। শ্রমিকদের হেলমেটের সু-ব্যবস্তা নেই বলে জানিয়েছেন তিনি। এর ফলে প্রায়ই শ্রমিকদের দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে জানিয়েছেন হিরণ। তিনি আরো অভিযোগ করেন সেখানে কোনো বড়ো অফিসার এবং ইঞ্জিনিয়ার কে তত্ত্বাবধানে দেখতে পান না। তাই তিনি প্রশ্ন তুলেছেন - এভাবে কি উন্নয়ন করা যায় ? তার এই ধরণের মন্ত্যব আবার জল্পনা সৃষ্টি করলো বিজেপির অন্দর মহলে।