দ্রুত পানীয় জলের সংযোগ গ্রামীণ এলাকায়,দেশের মধ্যে অক্টোবর মাসে রাজ্য দ্বিতীয়
From : রাইট
Nov 02, 2021
11:45:30 AM
হাজার প্রতিকূলতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার নির্বিঘ্নে পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে গ্রামগঞ্জের বাড়ি বাড়িতে। বাংলা এই কাজে দ্বিতীয় স্থান অধিকার করল দেশের মধ্যে। কিন্তু আগস্ট ও সেপ্টেম্বরে এই রাজ্য প্রথম স্থানে ছিল।
সূত্রে খবর, পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে রাজ্যের ১ লক্ষ ৯০ হাজার ৪০০টি বাড়িতে। এই ব্যাপারে কর্ণাটক প্রথম দেশের মধ্যে। কারিগরি দপ্তর ও জনস্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, একাধিকবার বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ অনেকগুলি জেলা প্লাবিত হয়ে গেছে। কিন্তু জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর তা সত্ত্বেও পানীয় জলের সংযোগ দিয়েছে।
আর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘জলস্বপ্ন’ প্রকল্প শুরু করেছেন। যাতে রাজ্যে প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছায়। এছাড়া জলপ্রকল্পের কাজও পাশাপাশি চলছে। ‘জলস্বপ্ন’ প্রকল্পে ২০২৪ সালের আগে প্রতিটি বাড়িতে জল পৌঁছবে।