করোনার প্রভাব এবার জলপাইগুড়ির পর দুর্গাপুরে। করোনা আক্রান্ত তিন জন শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগে ওই তিন জন শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্ত চিকিৎসকদের উপসর্গ দেখে সন্দেহ হয়। তাই ওই তিন শিশুর পরীক্ষা করা হয়। পরীক্ষা করে জানা যায় ওই ৩ শিশু করোনা আক্রান্ত। বর্তমানে ওই ৩ শিশুকে হাসপাতালের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে। ওই শিশুগুলির অবস্থা এখন স্থিতিশীল।
জানা গেছে, ৪৫ জন শিশু জ্বর, শাসকষ্টজনিত সমস্যার কারণে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুক্রবার সকালে ভর্তি হয়। বিকেলে ১৫ জন শিশুকে একই ইনজেকশন দেওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপরই ওই শিশুদের বাড়ির লোকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালে। তারপরে এক এক করে সবাই তাদের সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে যেতে শুরু করে।
মায়েরা অসুস্থ শিশুদের কোলে নিয়েই হাসপাতালের সামনে বিক্ষোভ করতে থাকেন। এর ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। শিশুদের তার পরিবারের লোকেরা চিকিৎসকের অনুমতি ও হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট ছাড়াই নিয়ে চলে যান।
এই ঘটনার খবর পেয়েই নিউটাউনশিপ থানার পুলিশ ওখানে পৌঁছায়। পুলিশরা ওই শিশুদের পরিবারের লোকজনদের কোনোরকমে শান্ত করার চেষ্টা করে। হাসপাতাল সুপার জানান, ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এইরকম ঘটনা ঘটে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরে মহকুমা হাসপাতালে আবার ৩ জন শিশুর শরীরে থাবা বসালো করোনা।