এবার বাংলাতেও বুলেট ট্রেন! কেন্দ্রের বড় পরিকল্পনার সার্ভের কাজ শুরু বাংলায় হাওড়া থেকে ছুটবে বুলেট ট্রেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট ট্রেনের স্বপ্ন সত্যি করতে ইতিমধ্যেই ভারতে চালু হয়েছে এই ট্রেন। গুজরাটের আমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত চালু হয়েছে ভারতের প্রথম দ্রুতগতিসম্পন্ন বুলেট ট্রেন। এবার এই ট্রেন দেখা যাবে বাংলাতেও।
হাওড়া থেকে চালু হয়ে ঝারখান্ড এবং বিহারের একাধিক স্টেশন এর উপর দিয়ে বারানসিতে পৌঁছবে এই দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেন।
রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, হাওড়া থেকে বারানসী গামী এই দ্রুত গতির বুলেট ট্রেন চলাচলের জন্য সবতথ্য যাচাই করার কাজ শুরু হয়েছে। জমি যাচাই এবং ম্যাপিং করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।এই সংস্থা সার্ভের মাধ্যমে কোন কোন স্টেশন কে সংযুক্ত করা হবে, এমনকি কোন কোন এলাকার উপর দিয়ে লাইন পাতার কাজ করা হবে- সবকিছুই দেখবে।