এক যুবতীকে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন !খড়ের গাদা থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ

From : রাইট
Jan 08, 2022
2:15:15 PM
কালিয়াগঞ্জের বোঁচাডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন এই যুবতী। ওই যুবতীর বিয়ে হয়েছিল দক্ষিণ দিনাজপুরে কুশমণ্ডি গ্রামে।তিন বছর আগে ওই যুবতীর স্বামী মারা যান। তাঁর দুটি সন্তানও ছিল এই দুই সন্তানকে নিয়ে ওই বাপের বাড়ি চলে আসেন।তারপর তিনি একটি স্থানীয় হলদিপুর প্লাইউড কারখানায় কাজ করতেন।যাতে তার সন্তানদের মুখে দুমুঠো দুবেলা খাওয়ার তুলে দিতে পারেন। তাই তিনি বাধ্য হয়ে কাজটা বেছে নিয়েছেন। পরিবার সূত্রে খবর ,ওই যুবতী প্রত্যেকদিন যেমন কাজে যেতেন তেমনি বৃহস্পতিবার ও কাজে বেরিয়েছিলেন কিন্তু সেদিন আর বাড়ি ফেরেননি ওই যুবতী। দুশ্চিন্তায় পড়েছেন গোটা পরিবার। কেন এতক্ষন বাড়ি ফেরেননি তাদের মেয়ে। রাত কেটে সকাল হয়ে গেলো কিন্তু মেয়ের কোনো খবর নেই।তারপর শুক্রবার সকালে পাশের গ্রামের খড়ের গাদা থেকে উদ্ধার হলো মেয়ের মৃতদেহ।পরিবারের সকলে সাত সকালে মেয়ের এই বীভৎস দেহ দেখে ভয়ে শিউরে উঠলেন। গ্রামবাসী ও তার পরিবারের অনুমান ওই যুবতীকে কেউ ধর্ষণ করে খুন করেছে। গ্রামবাসীরা স্থানীয় পুলিশে খবর দিয়েছেন।পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর ,ওই যুবতীকে কে বা কারা ধর্ষণ করে খুন করেছে তা এখনো জানা যায়নি। অনেকে আত্মহত্যা করেছেন বলে বললে, ওই যুবতীর বোন পুলিশকে জানায় তার দিদি কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। এখানে স্পষ্ট ওই যুবতীকে কেউ ধর্ষণ করে খুন করেছে।পুলিশ সুপার ওই যুবতীর মৃত দেহটির পাস্ থেকে সাইকেল ,পেস্টিসাইড পাওয়া গিয়েছে। তবে পুলিশ দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে, রিপোর্ট এলে তারা তদন্ত শুরু করবে।এই ঘটনা ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI