গোটা রাজ্য জুড়ে জ্বরে কাবু হয়ে পড়ছে শিশুরা তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ!

From : রাইট
Sep 14, 2021
1:13:00 PM

করোনা যেতে না যেতেই আবারো নতুন এক রোগের প্রকোপ উদ্যেগ শুরু হয়েছে। গোটা রাজ্য জুড়ে শিশুদের মধ্যে  জ্বরের প্রকোপেও বেড়ে চলছে বেশিরভাগ শিশুই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। 


চিকিৎসা সূত্র খবর ব্রেন বা স্পাইনাল কর্ডে সংক্রমণ ছড়াচ্ছে,এই রোগ নাকি প্রস্রাবে সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে।


হু হু করে  ম্যালেরিয়া,ডেঙ্গি, সোয়াইন ফ্লু এইসব নাকি এখন ছড়াচ্ছে শিশুদের মধ্যে চিকিৎসকদের ধারণা। কলকাতার বেশিরভাগ সরকারি এবং বেসরকারি হসপিটালে ভর্তি প্রায় শিশুই।


চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নাই হসপিটালে থাকা প্রায় শিশুই দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠছে।


রাজ্যে স্বাস্থ দফতরের তরফে অনুরোধ করা হচ্ছে, মানুষ যেন আতংকিত না হয় মরশুমি ইনফ্লুয়েঞ্জা কিছু শিশু অশুথ হচ্ছে তাই গোটা ব্যবস্থার উপর স্বাস্থ্য দপ্তর কড়া নজরদারি রাখছে।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI