ইমরান সরকারের আবারও বাধা শ্রীনগর-শারজা বিমান চলাচলে
From : রাইট
Nov 03, 2021
2:41:00 PM
পাকিস্তানের শুধু মুখেই বন্ধুত্বের কথা কিন্তু পাকিস্তান পাকিস্তানেই রয়ে গেছে। এবং তার প্রমানও পাওয়া গেল। পাকিস্তানের আকাশসীমা শ্রীনগর-শারজা বিমানের জন্য ব্যবহার করা যাবে না আর। ইসলামাবাদ এমনটাই জানাল। কাশ্মীরের মানুষজন এই সিদ্ধান্তের জন্য ভীষণ অসুবিধেয় পড়তে চলেছে।
শ্রীনগর-শারজা রুটে বিমান পরিষেবা চালু হয় গত ২৩ অক্টোবর অমিত শাহের তত্ত্বাবধানে। আর এই পরিষেবা চালু হয়েছিল প্রায় ১১ বছর পর। কিন্তু এই পরিষেবা ইমরান খান প্রশাসনের সিদ্ধান্তের জন্য ধাক্কা খেল। এই রুটের বিমানগুলিকে উদয়পুর, আহমেদাবাদ, ওমান ঘুরে শারজায় পৌঁছতে হবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারলে। আর এমনটা হলে সময়ও বাড়বে এবং খরচও বেশি হবে। বিমানের চাহিদাও এই রুটে কমে যাবে।