আইপিল এর ঠিক ২দিন পর টি -২০ বিশ্বকাপ, চিন্তায় বিসিসি (BCCI),তাই আইপিল এর ফ্যাঞ্চাইজিস গুলোকে চিঠি লিখে আবেদন করলো BCCI
2021 এর আইপিল চলাকালীন কোরোনার জন্য বন্ধ রাখতে হয়েছিল এই খেলা। এরপর তার দ্বিতীয় পর্যায়ের খেলা পরিচালনা হচ্ছে দুবাইতে। ১৫ই অক্টোবর আইপিল এর ফাইনাল খেলা। এবং তার ঠিক ২দিন পর টি -২০ বিশ্বকাপ এর জন্য খুব চিন্তিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এর কারণ হলো , টি -২০ বিশ্বকাপে যেসমস্ত ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশ আইপিলের কোনো না কোনো টিমে খেলছে। তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টি -২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া খেলোয়াড়দের চোট ও ওয়ার্কলোডের দিকে নজর রেখে আইপিলের সমস্ত ফ্যাঞ্চাইজিস গুলিকে চিঠি লিখে আবেদন করেছেন । তারা যেন সেইসব খেলোয়াড়দের কম ওয়ার্কলোড দেয়।
BCCI-র এই আবেদনে সাড়া দিয়ে দ্বিতীয় পর্যায়ের এই খেলায় মুম্বাই তাদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রামে রেখেছিলেন।
BCCI-র এক আধিকারিক জানান যে, রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু রোহিত এই কিছুদিন হলো তার হাঁটুর আঘাত সেরে উঠেছে, তাই রোহিত শর্মাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না BCCI