ইয়াসের পরে পুরী ছুঁয়ে ঘূর্ণিঝড় 'জাওয়াদে'র বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা

From : রাইট
Dec 04, 2021
10:55:30 AM
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, পুরী ছুঁয়ে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।যার ফলে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা আছে তার সাথে অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ''জাওয়াদ''।তা রবিবার পুরি উপকূলে পৌঁছাতে পারে তারপর বাংলার দিকে যখন আসবে তখন জাওয়াদ ক্রমশ দুর্বল হয়ে উঠবে।তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।ইতিমধ্যে কলকাতাসহ বিভিন্ন জেলাগুলিতে আকাশ মেঘলা ও হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।এছাড়া রবিবার আমাদের বাংলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।উত্তাল হতে পারে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড় ''জাওয়াদে'' সব থেকে বেশি দক্ষিণবঙ্গে ক্ষতির আশঙ্কা।ইতিমধ্যেই ১২টি জেলায় এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে।বাতিল করা হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI