জয়গাঁ থানার ASI ৩ দিন নিখোঁজ হওয়ার পরে দেহ উদ্ধার হল
From : রাইট
Dec 05, 2021
12:03:15 PM
জয়গাঁ থানার নিখোঁজ ASI-এর দেহ উদ্ধার হল ৩ দিন পর।ওই ASI এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে দলসিংপাড়া ১০ নম্বর এলাকা থেকে রবিবার সকালবেলা।দেহটি রাস্তার পাশে নালার ঝোপে পড়ে থাকতে দেখা যায়।সবাই অনুমান করে যে ওই পুলিশ আধিকারিককে খুন করা হয়েছে।কি কারণে ওই পুলিশের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।পুলিশ তার অনুসন্ধান করছে।
মৃত ওই ASI এর বয়স ছিল ৫২ বছর।ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ থানার পুলিশ কোয়ার্টারেই তিনি থাকতেন।কোচবিহারে ওই পুলিশ আধিকারিকের বাড়ি ছিল।জয়গাঁ থানার দলসিংপাড়াতে ট্রাফিকের দায়িত্ব সামলাতে বুধবার বাইক করে বেরিয়ে যান।কিন্তু তিনি নিখোঁজ হন দলসিংপাড়া ব্রিজ পার হওয়ার পরে।তাঁর মোবাইলের সুইচ বন্ধ হয়ে যায়।
এরপরেই তাকে আর পাওয়া যায়নি।তাঁর পরিবারের লোকের তাঁর নামে থানায় নিখোঁজ ডাইরি করেন।আর তারপরেই তাকে খোঁজা শুরু করা হয়।কিন্তু ৩ দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।৩দিনের পর দলসিংপাড়া ১০ নম্বর এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ASI কে।তাঁর মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই জানা যাবে।