'জাওয়াদের' প্রভাব কাটতেই কলকাতায় ঘন কুয়াশা,ব্যাহত বিমান চলাচল
From : রাইট
Dec 08, 2021
11:30:15 AM
'জাওয়াদের' প্রভাব কাটতেই একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ।'জাওয়াদের' জেরে শীত যেন কোথায় উধাও হয়ে গিয়েছিলো।বুধবার সকালে ঘন কুয়াশায় ঢাকল কলকাতা।শহরের তাই বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল অনেকটাই কম।তাই এইদিন সকালে দমদম বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা।
দমদম বিমান বন্দর সূত্রে খবর এদিন সকাল ৬টা নাগাদ দৃশ্যমানতা কমে দাঁড়ায় ১০০ মিটার।তাই নিদৃষ্ট সময়ে বিমান ছাড়তে পারেনি প্রায় দু -ঘন্টা বন্ধ ছিল বিমান চলাচল।প্রায় ভোর ৫টা ৩৭ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত একটিও বিমান ছাড়া হয়নি।দক্ষিণবঙ্গের একাধিক জেলাও ঘন কুয়াশায় ঢেকে যায়।তার প্রভাবে বিভিন্ন গাড়ির গতিও কম ছিল।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বুধবার দিনভর আকাশ মেঘলা থাকবে।সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়তেই তা সরে যাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও।কবে শীতের আমেজ আসবে তা এখনো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এখনই কোনও আশার বাণী শোনা যায়নি।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।