জাপানের ন 'তলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২৭ জন
From : রাইট
Dec 17, 2021
12:05:15 PM
সংবাদসংস্থা AFP সূত্রে খবর , ওসাকা শহরে শুক্রবার সকালে পুড়ে ছাই হয়ে গেল জাপানের এই বহুতল ক্লিনিক।সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং ৭০ টি ইঞ্জিন এসে এই আগুন নেভানোর চেষ্টা করে।এই আগুন শুধু ওই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েনি তার পার্শবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়েছে যার জন্য স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়েছেন।ওই বিল্ডিং থেকে দমকল বাহিনীরা ২৮ জনকে উদ্ধার করেছে তার মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর ,এই ন 'তলা বিল্ডিংটিতে কাউন্সেলিং এবং মানসিক সমস্যায় কাবু রোগীদের জন্য একটি ক্লিনিক খোলা হয়েছে এবং এইদিন সকাল ১০ টা বেজে ১৫ মিনিট নাগাদ আগুনটি লাগে।সেখানকার স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান যে ওই ক্লিনিকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ঢেঁকে গেছে চারপাশ।এবং তারাই দমকল বাহিনীকে খবর দেয় তারপর দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে।ওসাকা শহরটি এমনিতেই বাণিজ্যিক কেন্দ্র সেখানে এতবড়ো অগ্নিকাণ্ডের জন্য চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।