জারি নতুন নির্দেশিকা, করোনা পরিস্থিতিতে বদলে যাচ্ছে ক্লাসের সময়সূচি
From : রাইট
Oct 29, 2021
3:58:30 PM
করোনা পরিস্থিতির জন্য রাজ্যের স্কুলগুলি দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী মাসে খুলবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আবার স্কুলে যাবে। কিন্তু এতে যাতে কোনো সমস্যা না হয় রাজ্য সেদিকে নজর রাখবে। অনেক নিয়ম মেনে স্কুল চালাতে হবে। এবং ক্লাসের সময়সূচিও বদলে যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার একটি নতুন নির্দেশিকা জারি করেছে।
স্কুল খোলা থাকবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। ক্লাসে যাতে ভিড় না হয় তার জন্য আলাদা আলাদা সময় ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে।
দুটি ভাগে ক্লাসকে ভেঙ্গে করানো হবে। এবং দুটি ক্লাসকে আলাদা আলাদা রুমে বসানো হবে। কারণ পড়ুয়ারা যেন একসঙ্গে জমায়েত না হয়।
স্কুলের ভিতরে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবে।
১০ টা থেকে নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে সাড়ে তিনটে পর্যন্ত।কিন্তু সাড়ে ন’টায় পড়ুয়াদের স্কুলে পৌঁছতেই হবে।
বেলা ১১ টা থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সাড়ে চারটে পর্যন্ত। এদেরও আধঘন্টা আগে পৌঁছতে হবে ক্লাসের।
কোভিড নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। সমস্ত স্কুল স্যানিটাইজ করা হবে ১৬ নভেম্বরের আগে । এবং পড়ুয়াদের মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।
জানা যায়, শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১৫ নভেম্বর স্কুল খোলা হবে। স্যানিটাইজেশনের কাজ শেষ করার দ্রুত নির্দেশ দিয়েছিলেন। এবং কাজও সেইরকম শুরু হয়ে গেছে। ১৫ নভেম্বর রাজ্য সরকার ছুটি থাকায় ১৬ নভেম্বর তাই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।