একটি চিতাবাঘ বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের 'মিনি জু' থেকে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার জেরে ঝাড়গ্রাম ও পাশের এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৭ ঘন্টা পর নিখোঁজ চিতাবাঘটির খোঁজ পাওয়া গেল। জানা গেছে, ওই চিড়িয়াখানার জঙ্গলের মধ্যেই চিতাবাঘটি লুকিয়ে গেছিল।
চিড়িয়াখানার মধ্যে ২ টি চিতাবাঘের মধ্যে ১ টি বিকেল ৫.৩০ তার দিকে নিখোঁজ হয়ে যায়। বনপাল দেবল রায় বলেছেন, ''চিতাবাঘের খাঁচার জাল সারানোর কাজ চলছিল। হয়তো সারানোর কাজে কোনো ত্রুটি থেকে গেছিল আর সেইজন্যই চিতাবাঘটি খাঁচা থেকে পালিয়ে যায়''। তারপরেই এলাকাবাসীদের সাবধান করা হয়। এই ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বনদপ্তরের আধিকারিকরা চিতাবাঘটির খোঁজ করতে শুরু করে। সকাল হতে আরও বেশি করে তল্লাশি শুরু করে। আর তারপরই চিড়িয়াখানার ভিতরে জঙ্গলের মধ্যে খোঁজ পান চিতাটির। চিতাবাঘটিকে আটক করা হয়েছে।এই ঘটনার পড়ে ঝাড়গ্রামের বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলেছে।