কাশ্মীরে পাক-জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা

From : রাইট
Sep 21, 2021
1:22:15 PM

 প্রায় ৪৮ ঘণ্টা ধরে কাশ্মীরের নানা প্রান্তে অভিযান চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। সশস্ত্র জঙ্গিরা ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরবার বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা করছে। সোমবার থেকেই কাশ্মীরের উরি সেক্টরে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ছিল উরি হামলার পঞ্চম বর্ষপূর্তি। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে জঙ্গিদের আত্মঘাতী হামলায় ১৯ জন ভারতীয় সেনার মৃত্যু হয়।

তবে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করলেও, সে সময় পাক সেনা গুলি চালায়নি বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। এ নিয়ে লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে বলেছেন, ‘‘এখনও কোনও গুলিচালনার ঘটনা ঘটেনি। সীমান্তে প্ররোচনাও দেওয়া হয়নি।’’ তিনি আর বলেছেন, ‘‘উরিতে অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে অভিযান চলছে। সেখানে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা জঙ্গিদের খোঁজার চেষ্টা চালাচ্ছি।’
 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI