খাট নিয়ে মর্গের সামনে এক বৃদ্ধের দেহ নিয়ে হাজির দুই স্ত্রী , কিন্তু কে নেবে দেহ ?
From : রাইট
Jan 27, 2022
11:55:15 AM
নদিয়ার কৃষ্ণনগরের চাঁদমারীর বাসিন্দা হলেন হরেন হালদার।পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।খুব ভালোই ছিলেন।
স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে ,এই বছর ষাটের বৃদ্ধ নিজের বাড়িতেই মারা যান।আত্মীয় পরিজনরা বলেছেন উনি নাকি হার্ট অ্যাটাকেই মারা গেছেন।সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওখানে বলে উনি মারা গেছেন।তাই তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
হাসপাতাল কতৃপক্ষের খবর অনুযায়ী , ময়নাতদন্ত হয়ে গিয়েছে তারা বৃদ্ধের মৃত দেহ বাইরে বের করে দিয়েছে।কিন্তু কে নেবে সেই বৃদ্ধের মৃত দেহ ? তা নিয়ে চলছে টানাপোড়ন।কেনই বা এতো চলছে টানাপোড়ন কারণ ওই বৃদ্ধের চারজন স্ত্রী।দু - জন স্ত্রীর মৃত্যু হয়েছে আর বাকি দু -জন স্ত্রী জীবিত আছেন।আর এই নিয়ে টানাপোড়ন বৃদ্ধের দেহ নিয়ে ।আর সেই দু - জন স্ত্রীর ভিতরে টানাপোড়ন চলছে কে নেবে বৃদ্ধের মৃত দেহ।শেষ পর্যন্ত এই নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।পুলিশ নিয়ে মর্গের সামনে হাজির হয়েছেন।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী , ওই বৃদ্ধের প্রথম স্ত্রী দীপালি হালদার বলেন যে তার স্বামীর চারজন স্ত্রী ছিলেন।দু - জন স্ত্রী আগেই মারা গেছেন।উনি হচ্ছেন প্রথম পক্ষের স্ত্রী দীপালি হালদার ওনার কাছে বিয়ের প্রমানপত্র আছে।কিন্তু আর একজন যে স্ত্রী বলে দাবি করেছেন উনি কোনো বিয়ের প্রমান দেখাতে পারেননি।দীপালি হালদার বলেছেন তার স্বামী তাঁর কাছেই টালিগঞ্জে থাকতেন।আর দীপালি হালদার একটা পরিচারিকার কাজ করতেন তা নিয়েই তাদের সংসার চলে যেত।
দীপালি হালদার জানিয়েছেন , ওনার কাছে প্রমাণপত্র থাকা সত্ত্বেও ওনাকে তার স্বামীর দেহ দেওয়া হচ্ছে না।উনি ওনার স্বামীর কাজ করতে চান।তাই দেহ ফেরতের দাবিতে সরব তিনি।দীপালি হালদার দেহ হাতে না পাওয়া পর্যন্ত এইভাবে মর্গের সামনে অপেক্ষায় থাকবেন।