কল খুললে বেরোচ্ছে ঘোলা জল, কলকাতা ও হুগলিতে পানীয় জলের সমস্যা।

From : রাইট
Oct 04, 2021
11:49:00 AM

কল খুললে বেরোচ্ছে ঘোলা জল, কলকাতা ও হুগলিতে পানীয় জলের সমস্যা।

বৃষ্টির পর জমা জল কিছুটা কমে গেলেও, পানীয় জলের সমস্যায় পড়তে হয় উত্তর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায়।
রবিবার সারাদিন ধরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পুরসভার কল খুললেই বেরোচ্ছে DVC এর ঘোলা জল। একই রকম সমস্যা উল্টোডাঙা ও হুগলির শ্রীরামপুরে কল খুললেই বের হচ্ছে সাবান ফেনার মতো ঘোলা জল।
এই পরিস্থিতিতে দামোদর ভ্যালি কর্পোরেশনকে অর্থাৎ DVC-কে দায়ী করলেন কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছেন বর্তমান সময়ে ডিভিসি জল ছাড়ার ফলে গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে।এর ফলে জল পরিশোধন করার প্ল্যান্টের মেশিনে মাটি ঢুকে পানীয় জল ঘোলাটে হয়ে যাচ্ছে।
 এবং তিনি জানান আগামী ২থেকে ৩দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে তাই এই কয়েকদিন পুরসভার কলের জল খেতে বারণ করেছেন তিনি।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI