কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা তার সঙ্গেও রয়েছে জোড়া ঘূর্নাবাত। আর দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী গত রবি ও সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তার সঙ্গে বইতে পারেও ঝোড়ো হাওয়া। মত্স্যজীবীদের জন্য রয়েছে লাল সতর্কতা জারি। গত কয়েকদিনের বৃষ্টিতে কলকাতা সহ বিভিন্ন জেলায় জল থৈ থৈ করেছে তার উপর এমন অশনিসংকেত।
বৃষ্টি হওয়া মাত্রই বজ্রপাত তার সঙ্গে মানুষের মৃত্যু। গোটা রাস্তায় জল জমার কারণে ইলেকট্রিক তার কোথাও লুটিয়ে রয়েছে আর তাতাই বাড়ছে মানুষের মৃত্যু। তার উপর আবার ঘূর্ণবাতের প্রভাব মানুষের মনে আরো অশংক্কা ফেলেছে। তার উপর গত কয়েকদিনের দুর্যোগে একের পর এক প্রাণ গিয়েছে বিদ্যুতস্পৃষ্ট হয়ে।
এমন অবস্থায় গোটা প্রশাসনকে দায়িত্বভার নিতে বলা হচ্ছে।