Weather Update: কমতে শুরু করেছে তাপমাত্রা, নিম্নচাপ তৈরী হচ্ছে, আবহাওয়া শীতের প্রবেশে যেমন থাকবে....
From : রাইট
Nov 07, 2021
9:28:00 AM
রাজ্য জুড়ে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই। কিন্তু সপ্তাহের শেষে পারদ অনেকটা নেমে গেছে। ভালোই ঠান্ডা অনুভূতি হচ্ছে রোজ সকালের দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই কারণে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতা সহ রাজ্যজুড়ে। পারদ ক্রমশ কমছে কলকাতার। কলকাতার তাপমাত্র আজ ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে ৩ ডিগ্রি থেকে নেমে।
৮ এর নীচে নেমে এসেছে দার্জিলিংয়ের পারদ। মঙ্গল- বুধবার নাগাদ নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। আর এর ফলে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কুয়াশার দাপট বাড়ছে ভোরের দিকে।
২০ ডিগ্রির নীচে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। শীতের আমেজ বেশি পশ্চিমের জেলাগুলিতে বোঝা যাচ্ছে। রাজ্যজুড়ে বেশ ঠান্ডা পড়তে পারে সোমবার থেকে। আবার নিম্নচাপও তৈরী হতে পারে বুধবার নাগাদ। বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করেছে।
আকাশ পরিষ্কার থাকবে কলকাতার। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে রাতের দিকে। বর্তমানে আরব সাগর এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি অগ্রসর হতে পারে উত্তর-পশ্চিম দিকে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ ভারতে।