কোটি কোটি টাকার ক্ষতি বাদশার, ছেলে আরিয়ানের গ্রেপ্তারির পর শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করে দিল অনলাইনে শিক্ষাদানকারী সংস্থা
শাহরুখ পুত্র আরিয়ান, মাদক কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর শাহরুখের পাশাপাশি অনলাইন শিক্ষাদানকারী ওই নামী সংস্থাকেও সমালোচনার মুখে পড়তে হয়।এবং ওই সংস্থার বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছিল।এরপর শেষমেষ শাহরুখকে দিয়ে করানো সব বিজ্ঞাপন বন্ধ করে দিল ওই সংস্থাটি।
শাহরুখ খানের ওই অনলাইন শিক্ষাদানের বিজ্ঞাপন নিয়ে নেটম্যাধমে বিভিন্ন ট্রলের মুখে পড়তে হচ্ছে ওই সংস্থাকে।আবার কেউ কেউ শাহরুখ কে বলেছেন, নিজের ছেলে যেখানে ‘উচ্ছন্নে’ যাচ্ছে, তখন তাঁর মুখে অন্য শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। অবিলম্বে শাহরুখকে এই অনলাইন শিক্ষাদেন বিজ্ঞাপন থেকে সরানোরও দাবি ওঠে।এর পর ওই সংস্থার উপর ক্রমশ চাপ বাড়লে শেষমেশ শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিল ওই সংস্থাটি ।