তিন ভাই মিলে চার তোলার ছাদে ঘুড়ি ওড়াতে ব্যাস্ত ছিল তারা। দূরে একটা ঘুড়িকে কাটার পরিকল্পনা ছিল ওই তিন ভাই এর। দু এক ফোঁটা মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছিলো। তখনই তিন ভাই নিচে নামার জন্য তোড়জোড় করছিল। হটাৎ বাজ পড়ার শব্দে তিন ভাইরা খুবই ভয় পেয়ে গেছিলো। কোনো মোতে দুই ভাই নামতে পারলেও আর এক ভাই নামতে পারেনি । তা দেখে বাড়ির লোকের সন্দেহ হলে তারা ছাদে গিয়ে দেখে ওই বালক অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। পরিবারের লোকেরা হসপিটালে নিয়ে যাতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। ঘটনাটি ঘটে বেলুড়ে।পুলিশ সূত্রে জানা গেছে ওই বালকের নাম ছিল জিৎ হাজরা,বয়স মাত্র ১৬ বছর,একাদশ শ্ৰেণীত পড়তো ওই বালক। বাড়ির ছোট ছেলের এমন হটাৎ মৃত্যুতে গোটা পরিবার স্তবিত হয়ে গেছে। তারা শুধু জানিয়েছে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না তার পরিবার।