মাঝআকাশে অসুস্থ সহযাত্রীর সেবায় কেন্দ্রীয় মন্ত্রী
From : রাইট
Nov 17, 2021
2:44:15 PM
কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড মাঝআকাশে অসুস্থ হয়ে পড়া এক সহযাত্রীকে চিকিৎসা করে তুললেন । তাঁকে ধন্যবাদ জানিয়েছে উড়ান সংস্থা ইন্ডিগো (Indigo)। সেই টুইটটি রিটুইট করে নিজের সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
ঠিক কী হয়েছিল সেদিন ? সংবাদ মাধমে জানা গিয়েছে, গত মঙ্গলবার ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাগবত। সেই সময়ই বিমানে অসুস্থ হয়ে পড়েন বিমানের এক যাত্রী। তাঁর শরীরে খুবই অস্থিরতা দেখা দিয়েছিল। প্রবল ঘামছিলেন ওই ব্যক্তি। তখনই তার কাছে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী। পেশায় তিনি ছিলেন চিকিৎসক। তাঁর চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠেন ওই বিমান যাত্রী।
সংবাদ সংস্থা এএনআইকে এবিষয়ে বলতে গিয়ে ভাগবত বলেছেন, ”ওই রোগী প্রচণ্ড ঘামছিলেন। রক্তচাপ কমে গিয়েছিল।তিনি ওঁর পোশাক খুলে দিয়েছিলাম। ওঁকে গ্লুকোজ দিয়ে বুকে মালিশ করেছিলাম। পা গুলি লম্বা করে মেলে দিতে বলেছিলাম। ৩০ মিনিটের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন উনি।”
প্রধানমন্ত্রীর এহেন প্রশংসায় আপ্লুত ভাগবতও। তিনি টুইটারে মোদিকে লেখেন, ”ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।