মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ সৌরভের, টি-২০ বিশ্বকাপ ফাইনালে মমতা দুবাইতে উপস্থিত থাকতে পারেন
From : রাইট
Oct 28, 2021
11:57:45 AM
টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাইতে যেতে পারেন। তাঁকে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার জন্য ভারতীয় বোর্ডের তরফ থেকে আমন্ত্রণ করা হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। এমনটাই জানা গেছে।.
বর্তমান মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন। আজ সেখান থেকে মমতা বন্দ্যোপাধায়ের গোয়া যাওয়ার কথা আছে। সেখানে অনেক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। কলকাতায় ফিরবেন শনিবার। তিনি টি-২০ ফাইনালে উপস্থিত থাকতে পারবেন কিনা তা এখনো জানাননি। সম্ভবত গোয়া থেকে ফিরে আসার পরই জানাবেন।
২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন যুবভারতীতে। এইভাবে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো খুবই বিরল। সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো। মুখ্যমন্ত্রীরও ক্রীড়ার প্রতি বরাবর আগ্রহ রয়েছে। হয়তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় বোর্ড দেশের করোনা পরিস্থিতির জন্য বিশ্বকাপ আমিরশাহিতে করতে বাধ্য হয়েছে। কিন্ত তিনি দুবাইতে শেষ পর্যন্ত যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।