মহালয়ার দিনেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বাড়বে তাপমাত্রাও।
আজ মহালয়া, এই মহালয়ার দিনও বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।আজ সকাল থেকে আকাশে কালো মেঘ না থাকলে ও হালকা মেঘ দেখা যাবে। তার সাথে সাথে বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকার কারণে সারাদিনটা খুব গরম এবং গুমোট থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, এখনো পুরোপুরি বিদায় ঘটবে না বৃষ্টির। তাই আজ মহালয়াতে বাংলার একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।৬ই অক্টোবর থেকে থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে।তবে বাংলা এই বৃষ্টির হাত থেকে কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।
আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে বাংলার সাধারণ মানুষ সহ পুজো কমিটির উদ্যোক্তারা কিছুটা চিন্তায় আছে