মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, বহুতল থেকে পড়ে গিয়ে মৃত এক ব্যাক্তি
দক্ষিণ মুম্বইয়ের পারেলের লালবাগ এলাকায় দুপুরে একটি নির্মীয়মাণ বহুতলে আগুন লাগে। নির্মীয়মান বহুতলটি হলো ৬৪ টি তলার। ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লাগে।এরপর ২৫ তলা পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়ে। এরপর দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পুলিশ সূত্রে খবর,এক ব্যাক্তিকে ওই বহুতলের আগুন থেকে বাঁচতে রেলিং ধরে ঝুলতে দেখা যাচ্ছিল।বেশ কিছু ক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফস্কে গেল ওই ব্যক্তির। ২০ তলা থেকে আছড়ে পড়লেন মাটিতে। তাঁকে উদ্ধার করে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অরুণ তিওয়ারি(৩০)।