কেলেঘাই ও কংসাবতী নদীর বাঁধ ভেঙে পটাশপুর গ্রামে জল ঢুকে বিপত্তি। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় অংশই পুরোপুরি জলমগ্ন। প্রায় ৩ হাজার মতো পরিবার ঘর ছাড়া হয়েছে। নদীর জলস্তর বাড়ার ফলে একাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
২০০৮ সালে কেলেঘাই প্রায় একাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। প্রায় অর্ধেক গ্রামবাসী ছন্নছাড়া হয়। ২০১১ সালে মমতা ব্যানার্জী আসার পর কেলেঘাই নদীর বাঁধ সারানোর ব্যবস্থা হয়। তারপর রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগ কেলেঘাই নদী সংস্কার হয়। মেটে ফি বছর প্লাবনের সমস্যা। তবে প্রায় ১০ বছর পর ফিরল সেই স্মৃতি। আবার একইভাবে কেলেঘাই ও কংসাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো ঘটনা দেখা দিচ্ছে।
আবার আর উন্নয়নের জন্য সরকার আবারো এর পদক্ষেপ নিচ্ছে।