নিম্নচাপের প্রবল বৃষ্টি, আজকের আবহাওয়ার পূর্বাভাস।
বঙ্গপোসাগরে ঘূর্নাবাত সৃষ্টির কারণেই বেড়েছে বৃষ্টিপাত এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বৃষ্টির যেন কোনো বিরতি নেই। যার ফলে জল জমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় । যার জেরে যানবাহন চলাচলের ঘাটতি হচ্ছে। যার জন্য দুর্ভোগে ভুকতে হচ্ছে সাধারণ মানুষকে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্নাবাত এখনো রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তার সাথে সাথে বজ্র-বিদ্যুৎ এর ও আশঙ্কা রয়েছ । ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা , ঝাড়গ্রাম , পুরুলিয়া ও বাঁকুড়া। তবে কলকাতায় আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি ঘটবে এমন টা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।