অনলাইনে শুক্রাণু কিনে এক ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা

From : রাইট
Sep 21, 2021
12:18:00 PM

এখন ইন্টারনেট রান্নার রেসিপি গৃহস্থালির জিনিসপত্র পড়াশোনার বিভিন্ন খোঁজখবর থেকে শুরু করে প্রায় প্রত্যেক জিনিস পাওয়া যাচ্ছে অনলাইন থেকে। এবার এই ইন্টারনেট সহজ করেছে সন্তানধারণে। সঙ্গী ছাড়াও বাড়িতে বসে মা হওয়া যাচ্ছে।

ভাবছেন এইসব গুজব না তা একেবারেই না কিছুদিন আগে ব্রিটেনের এক মহিলা ইন্টারনেটের সাহায্যে মা হলেন। সাি ব্রিটেনের বাসিন্দার নাম ছিল স্টেফানি টেলর বয়স মাত্র ৩৩।  তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন কিন্তু তার জন্য তিনি কোনো সম্পর্কে জড়াতে চাইনি আর এমন অবস্থায় তার তখন একমাত্র সঙ্গী হলেন ইন্টারনেট। 

অনলাইনে এক আপ এর সন্ধাtন পান  স্টেফানি টেলর । সেখান থেকে তিনি একটি শুক্রাণু ও ডিম্বানু কেনেন তারপর কিভাবে শুক্রাণু ও ডিম্বাণুকে মিলন করতে হয় সেটাও তিনি ওই আপ এর মাধ্যমে শেখেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলে বাইরে কি করলে অনেক ব্যায়বহুল তাই তিনি এত টাকা খরচ করতে পারবে না বলে তিনি এমন পদ্বতি বাঁচে নেন।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI