পেট্রোল ডিজেলের উপর থেকে শুল্ক কমাল মোদী সরকার
From : রাইট
Nov 04, 2021
11:16:30 AM
পেট্রোল ডিজেলের উপর থেকে শুল্ক কমাল মোদী সরকার
দীপাবলিতে দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী।অবশেষে মোদী সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমাল।প্রতি লিটার পেট্রোলে পেট্রোলে (Petrol) ৫ টাকা ও ডিজেলে (Diesel) লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমিয়ে দিলো কেন্দ্র।
কেন্দ্র সরকার এই ছাড় ঘোষণা করার পরই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব- সকলেই ট্যুইট করে পেট্রোল ও ডিজেলে ৭ টাকা ভ্যাট কমানোর ঘোষণা করে দেন।এবং বিহারের মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীও ট্যুইট করে পেট্রোলের উপর ১.৩০ টাকা এবং ডিজেলের উপর ১.৯০ টাকা করে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্র সরকারের ঘোষণার পরই পেট্রোল ডিজেলের প্রতি লিটারে ১২ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়।
এরপরেই শুভেন্দু অধিকারী পজ্জ সরকারকে আক্রমণ করে ট্যুইটে লেখেন, ‘পেট্রোলের উপর আরোপিত আবগারি শুল্ক ৫ টাকা এবং ডিজেলের উপর ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য, ভারত সরকারকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। দীপাবলিতে দেশবাসীকে এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্য সরকারের উচিৎ শুল্ক কমিয়ে দেওয়া’।