সরাসরি পুলিশকে হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
From : রাইট
Dec 26, 2021
11:36:30 AM
মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবার সরাসরি পুলিশকে হুমকি দিয়ে ফের একবার বিতর্কে জড়ালেন।
মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা আগামী ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবং মুর্শিদাবাদের ভরতপুরের যুব তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজান অনুষ্ঠানটিকে দুজন আলাদা ভাবে করতে চান।এরফলে ভরতপুরের যুব তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য ইতিমধ্যেই পুলিশি অনুমতি নিয়ে নিয়েছেন।এরপর শুক্রবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি নিতে গেলে ওসি রাজু মুখোপাধ্যায় জানান ইতিমধ্যেই প্রতিষ্ঠা দিবস পালনের সভা করার অনুমতি তৃণমূলকে দেওয়া হয়েছে। এরপর নতুন করে আর কোনও সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। আর তাকে কেন্দ্র করেই যত অশান্তি।
শুক্রবার হুমায়ুন কবীর দলীয় কর্মীদের সামনে প্রস্তূতি সভায় সরাসরি পুলিশকে হুমকি দিয়ে বসেন। তিনি বলেন, “যদি ওসি থাকার ইচ্ছা হয় তাহলে দালালি বন্ধ করুন। না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করাব।তোমার চেয়ারে বসে টেবিল এর উপর পা রাখবো। তখন তুমি বুঝতে পারবে হুমায়ুন কবীর কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে চলে যাবে। বলবে আমি ভাটপাড়ায় বেশ ছিলাম, ভাটপাড়াতে চলে যাব।”
এরপাশাপাশি তিনি আরো বলেন,“আমি জেলা তৃণমূল নেতাদের তোয়াক্কা করি না। এলাকার তৃণমূল নেতা, থানার ওসি কাউকে পাত্তা দিই না। প্রয়োজনে আমি বেআইনি কাজ করতেও পিছপা হব না।”
এই ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে আক্রমণ করছে। বিধায়কের এমন মন্তব্যের জেরে অস্বস্তিতে তৃণমূল শিবির।এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি সায়নী সিংহ রায় বলেন, “বিধায়ক কী বলেছেন জানিনা। বিতর্কিত কিছু বলা উচিত নয়। দল নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে।”