প্রায় দশ দিন ধরে নিখোঁজ সোদপুরের বাসিন্দা এক তরুণকে খুন করার কথা স্বীকার দুই ধৃতের
From : রাইট
Dec 11, 2021
11:30:00 AM
প্রায় দশ দিন ধরে নিখোঁজ ছিলেন সোদপুর টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন জয়প্রকাশ কলোনির বাসিন্দা রাহুল ঝা (১৮)।গত ১ ডিসেম্বর দুপুরে পুরসভায় কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।তার পর থেকে আর তাঁর খোঁজ নেই। পুলিশ তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই তরুণের এক বন্দুকে ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে ,নিখোঁজ তরুণকে দু’টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে।তবে এখনো মৃত রাহুলের দেহ গঙ্গা থেকে উদ্ধার হয়নি।
পুলিশ সূত্রে খবর,পেশায় গাড়িচালক ছিলেন রাহুল। সেই দিন রাহুল কাজে বেরোনোর সময় বলে যান তিনি দুপুরে ফিরে এসে খাবেন তারপর থেকে তিনি নিখোঁজ। ২ ডিসেম্বর তাঁর বাড়ির লোকেরা নিখোঁজ ডায়রি করেন পুলিশের কাছে গিয়ে।পুলিশ জানায় যে রাহুলের বন্ধু বাপ্পার ফোন খারাপ হয়ে যেতে তাঁর নিজের ফোন ব্যবহার করতে দিয়েছিলেন। ওই দিন বিকেলে এক যুবককে দিয়ে সেই ফোনটি রাহুলের বাড়িতে পাঠায় বাপ্পা।কিন্তু তার ফোনে বাপ্পার কিছু রেকর্ডিং রয়ে গেছিলো সেটা নিয়ে রাহুলের বাড়ির পরিজনরা পুলিশের কাছ নিয়ে যায়।তাতে সোনা যায়,বাপ্পা তার স্ত্রীকে বলছে,‘রাহুল আমার সঙ্গে রয়েছে।ওকে বেঙ্গল কেমিক্যালের জঙ্গলে নিয়ে যাচ্ছি।তাতেই সন্দেহ বাড়ে নিখোঁজ যুবকের পরিজনদের।তারপর পুলিশ রাহুলের বন্ধু বাপ্পা কর এবং তার সঙ্গী সুশান্ত নন্দীকে গ্রেফতার করে।‘‘তদন্তে জানা গিয়েছে, রাহুলকে খুন করে দেহ লোপাট করতে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দেহ উদ্ধারের চেষ্টা চলছে।’’