রবিবার সকাল থেকে রাতভর বৃষ্টি। আবার এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা তে সোমবার থেকে বৃষ্টি তো হবে একই সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাত হবে বলে জানিয়েছে।
সারা দিন রাত বৃষ্টি তে কলকাতার প্রায় অংশই জলমঙ্গ হয়ে পড়েছে। রীতিমতো বানভাসি সেক্টর ফাইভ, সল্টলেকও। উপরান্ত্তু বাসের চাকা বাইক সবই এখন জলের তলায় চলে গিয়েছে বলে খবর মিলেছে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার প্রায় এলাকা এখন জলমঙ্গ। তার উপর সোমবার থেকে আরো বৃষ্টি বাড়ায় কলকাতার প্রায় বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার তাপমাত্রা এখন ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার থেকে সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছেন।