উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত দিনহাটার বিজেপি প্রার্থী
৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।তাই নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে বামনহাটা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। এরপর দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।
বিজেপি এর অভিযোগ, প্রচার চলাকালীন প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থী ও বিধায়ককে নিগ্রহও করা হয় বলে অভিযোগ।
এরপর তৃণমূল প্রার্থী উদয়ন গুহ প্রতিক্রিয়ায় বলেছেন এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেছেন, বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই তারা নজর ঘোরানোর চেষ্টা করছে।
তৃণমূলের এই বক্তব্যে বিজেপির প্রতিক্রিয়ায় বলেছেন, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না। ভোটের বাক্সে মানুষ এর যোগ্য জবাব দেবেন।এই ঘটনায় বিজেপি নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।