পুজো কিন্তু আর বেশি দেরি নেই কিন্তু তারই মাঝে আবারো আবহাওয়া দপ্তর থেকে খবর অনুযায়ী পুজোর মধ্যেই নাকি বৃষ্টির আশঙ্কা দিলো৷ প্রত্যেক বছর পুজো তে বৃষ্টি হওয়া জেনো একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই পুজো কে লক্ষ করে প্রত্যেক মানুষ বৃষ্টির মধ্যেও বেরিয়ে পরে পুজোকে উপভোগ করতে৷
আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ মানে ৬ অক্টোবর থেকে নাকি উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ কিন্তু উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির প্রকপ শুরু হয়েছে৷ কিন্তু দক্ষিণবঙ্গে এখন কোনো বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে৷ তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা।