পুজোর মধ্যেই চলবে বৃষ্টি, রাজ্যের একাধিক জেলাতে চলবে বৃষ্টি
পুজোর শুরুতে এমন আবহাওয়ায় খুব মন খারাপ বাঙালির।আজ পঞ্চমী আর এই পঞ্চমীর ভোর সকাল থেকে আকাশ মেঘলা।এবং তার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।
এর পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে, রাজ্যে অষ্টমী থেকে দশমী ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোর মুখে উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকায় নবমী এবং দশমীতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ।