পুজোর মরশুমেও লাগাম ছাড়া দাম বাড়ছে পেট্রোপণ্যের, জেনে নিন আজকের পেট্রল ডিজেলের দাম
From : রাইট
Oct 11, 2021
3:23:00 PM
পুজোর মরশুমেও একটানা দাম বেড়ে চলেছে জ্বালানির। এই নিয়ে একটানা সাতদিন পেট্রল ডিজেলের দাম বাড়লো।
মহাষষ্ঠী সোমবারেও বাড়লো পেট্রল ডিজেলের দাম । কলকাতায় প্রতি লিটার পেট্রল ২৯পয়সা দাম বেড়ে হয়ে গেল ১০৫ টাকা ০৯ পয়সা। অন্যদিকে ফের লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম ৯৬ টাকা ২৮ পয়সা হলো।
এমনিতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষকে খুবই ভোগান্তির মধ্যে কাটাতে হচ্ছে। এবং গত সাত দিন ধরে যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে বাজারদর আরও চড়া হওয়ার আশঙ্কা রয়েছে।