পুজোর ভোগ খেয়ে ২৪ পরগনায় বহু মানুষ অসুস্থ হয়ে ভর্তি হসপিটালে

From : রাইট
Oct 10, 2021
12:11:15 PM

 বাড়ির পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ১৫ জন। তাঁদের ১৫ জনের  মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা খুবই  আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে খবর ।ঘটনাটি ঘটে  দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘির কালিকাতলা এলাকায় । অসুস্থদের মধ্যে  প্রত্যেকেই মঠেরদিঘি ব্লক হাসপাতালে ভরতি।  অসুস্থদের  দেখতে হাসপাতালে যান বিধায়কও। খাদ্যে বিষক্রিয়া রয়েছে বলেই তার  (Food Poison) জেরে অসুস্থতা হয়েছে বলে  দাবি তাঁর।

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কালিকাতলা এলাকার এক বাসিন্দার বাড়িতে ছাদ ঢালাই উপলক্ষে পুজোর আয়োজন করা হয়।তাতে  বেশ কয়েকজনকে নিমন্ত্রণও করেছিলেন ওই ব্যক্তি। ভুরিভোজের বন্দোবস্ত ছিল। খাওয়াদাওয়া সেরে বাড়ি ফেরার পর থেকে শারীরিক অসুস্থতা দেখা দেয় ওই ১৫ জনের মধ্যে ।

তারপর একের পর  এক  বেশিরভাগেরই পেটখারাপ হয়।পেটে অসহ্য যন্ত্রণা, তার সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর, আর বমির মতো সমস্যাও হতে থাকে তাঁদের। এই অসুস্থদের মধ্যেও  শিশুরাও রয়েছে। তড়িঘড়ি অসুস্থদের মঠেরদিঘি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় ওই ১৫ জনের  চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী  খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমন  কাণ্ড ঘটেছে। ১৫ জনের অসুস্থদের মধ্যে ৬ জনের অবস্থা সামান্য আশঙ্কাজনক বলেই জানিয়েছে চিকিৎসকরা । তবে চিকিৎসকরা আরো জানান  খুব দুশ্চিন্তার কিছু নেই।

এইদিকে প্রসাদ খেয়ে অসুস্থতার খবর শোনা মাত্রই  হাসপাতালে পোঁছে যান  স্থানীয় বিধায়ত সওকত মোল্লা। চিকিৎসকের সঙ্গে কথাও বলেন স্থানীয় বিধায়ত সওকত মোল্লা। বলেন, “প্রসাদ খেয়েই সকলে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের তৎপরতায়  এইরকম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে সুত্তের খবর । তাই চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ত সওকত মোল্লা ।”


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI