পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইন থেকে স্পেশাল হোমগার্ড এবং তার ছেলের দেহ উদ্ধার

From : রাইট
Jan 24, 2022
11:35:30 AM
হেমন্ত হেমব্রম এবং তার স্ত্রী চম্পা আড়শার তানাসি গ্রামের বাসিন্দা ছিলেন।বেলগুমা পুলিশ লাইন থেকে স্পেশাল হোমগার্ড এবং তার ছেলের দেহ উদ্ধার হল।পুলিশ সূত্রে খবর ,স্পেশাল হোমগার্ড নিজে আত্মহত্যার আগে স্ত্রীকে খুনের চেষ্টা করে বলেও অভিযোগ।পুলিশ তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একসময় মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সদস্য ছিলেন।স্কোয়াড থেকে অস্ত্র নিয়ে পালিয়ে যান হেমন্ত।২০১৩ সালে পুরুলিয়া জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।আত্মসমর্পনের দু -বছরের মধ্যে তারা স্পেশাল হোম গার্ডের চাকরি পায়।অযোধ্যা স্কোয়াড ভেঙে যাওয়ার ঝাড়খণ্ডের দোলমায় হেমন্তের সঙ্গে চম্পার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।তার সঙ্গেই সংসার পাতার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে খবর ,হেমন্তের স্ত্রী চম্পার দাবি,রবিবার স্বামীর সাথে ঝগড়াঝাটি হয় আর সেই সময় তাদের বছর ছয়েকের সন্তান সন্দীপ তার সামনেই ছিল। তাকে শ্বাসরোধ করে মারে।স্ত্রী চম্পাকেও মারার চেষ্টা করেন তবে কোনোরকম পালিয়ে বাঁচেন চম্পা।তারপর হেমন্ত নিজেই নিজের গলার নলি কেটে ফেলেন,তারপর তাঁর মৃত্যুও হয়। তারপর সোমবার পুলিশ হোমগার্ড ও তার সন্তানের দেহ উদ্ধার করে।তারপর দেহগুলি ময়নাতদন্তে পাঠায়।ঠিক কি কারণে হোমগার্ড এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI