রাহুল সিনহার 'রহস্য ফাঁস' বিজেপি জয়-হীন হতেই
From : রাইট
Nov 07, 2021
10:19:45 AM
জয় বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইমেল করে BJP ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে। তিনি জানিয়েছেন, তাঁকে দল অবহেলা করছে এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিজেপি দল। আর এরপরই BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার ঘোষণার পরই আঙুল তুলেছেন দলের সমন্বয়ের অভাবের দিকে। জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে রাহুল সিনহার হাত ধরেই এসেছিলেন।
রাহুল সিনহা জয় বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ত্যাগের সিদ্ধান্তের জন্য দলকে কাঠগড়ায় তুলেছেন। রাহুল সিনহা জানিয়েছেন, পার্টির সঙ্গে জয়ের যোগাযোগের ঘাটতি ছিল। আর অনেকেই এই পার্টি থেকে দূরে সরে যাচ্ছেন।
বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল ২০১৭ সালে জয় বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাঁকে সেখান থেকে সরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। কিন্তু তৃণমূলে আবার ফিরে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জয় বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও প্রত্যাহার করে নিয়েছে। জয় বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছেন এইসব বিষয় উল্লেখ করে।