রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করল বিজেপি।
নির্বাচন কমিশন গত ২৮শে সেপ্টেম্বর রাজ্যের আরো ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেন।নির্বাচন কমিশন জানান আগামী ৩০শে অক্টোবর কোচবিহারের দিনহাটায়,নদিয়ার শান্তিপুরে,উত্তর ২৪ পরগনার খড়দহে এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা করেন।এবং এই ভোটের ফল ঘোষণা হবে ২নভেম্বর।তার সাথে সাথে নির্বাচন কমিশন জানান ৮অক্টোবার এই চারকেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন ১১ অক্টোবর।এবং মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।
এই ৪কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ভবানীপুরে উপনির্বাচনে জয়লাভের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন।
তৃণমূল প্রার্থী :
উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দক্ষিণ ২৪পরগনার গোসাবা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল।নদিয়ার শান্তিপুরে শাসকদলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।এবং কোচবিহারের দিনহাটায় আরও এক বার প্রার্থী হয়েছেন উদয়ন গুহ।
বিজেপি প্রার্থী :
কোচবিহারের দিনহাটায় অশোক মণ্ডল, নদিয়ার শান্তিপুরে নিরঞ্জন বিশ্বাস, উত্তর ২৪ পরগনার খড়দহে জয় সাহা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পলাশ রাণাকে প্রার্থী করেছে বিজেপি।