রাজ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ! কেন্দ্র ৯টি রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠাল
From : রাইট
Nov 03, 2021
11:32:15 AM
গোটা দেশ জুড়ে এখন করোনার আবহের পরিস্থিতি। এই করোনা আবহ থেকে এখনো মানুষ রেহাই পায়নি। কিন্তু এই করোনার মধ্যেই আবার নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর এই নতুন আতঙ্ক হল ডেঙ্গু । অনেকগুলি রাজ্যে মশাবাহিত এই রোগের প্রকোপ ভীষণভাবে বেড়েছে। এবং এই পরিস্থিতি খতিয়ে দেখতে ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কেন্দ্র।
যে ৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দোল পাঠানো হয়েছে সেগুলির নাম হল-হরিয়ানা, পাঞ্জাব, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর। ডেঙ্গুর সংক্রমণ এই রাজ্য গুলিতে বেড়েছে ভীষণভাবে। কেন্দ্র থেকে পাঠানো বিশেষজ্ঞ দলগুলি ডেঙ্গু সংক্রমণ ওই রাজ্যগুলিতে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য নিয়ে অনেক উপদেশ দেবে।
করোনার দাপটে প্রায় গত দুবছরে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো অসুখ অনেকটা আড়ালে থেকে গেছে। অক্টোবর মাসে রাজধানী দিল্লিতে ১ হাজার ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়ার ও ম্যালেরিয়া সক্রমণও বেড়েছে।
ডেঙ্গু আক্রান্ত ওই রাজ্যগুলি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ফিরহাদ হাকিম কড়া নির্দেশ দিয়েছেন ডেঙ্গু ও ম্যালেরিয়ার সংক্রমণ বাড়িগুলিতে পুরকর্মীদের ঢুকতে না দেওয়া হলে বাধাদানকারীদের গ্রেফতার করা হতে পারে।