ভোরবেলা ব্যবসা নিয়ে বচসার জেরে রিজেন্ট পার্ক এলাকায় গুলি, জখম ২
From : রাইট
Dec 10, 2021
2:00:15 PM
দক্ষিণ শহরতলির এলাকায় রিজেট পার্কে ব্যবসা নিয়ে বচসার জেরে ভোরবেলা গুলি চললো।এবং জখম হন ২ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।পুলিশ সূত্রে খবর,ঘটনায় মূল অভিযুক্ত সন্দেহে ভিক্টর ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।ভিক্টরের কাছ থেকে একটি বন্দুক ও উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ।এই শীতের ভোরে গুলির শব্দ শুনে দক্ষিণ আনন্দপল্লির বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।পুলিশ সূত্রে খবর , অভিজিৎ মল্লিক এবং পঙ্কজ সাহা নামে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় ধৃত ভিক্টর এবং তার আরেক সঙ্গী।অভিজিতের পেটে গুলি লাগে আর পঙ্কজের পেটে ও পায়ে গুলি লাগে।তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয় এবং তাদের এস এস এম হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানান অভিজিৎ এবং পঙ্কজের শরীরে অস্ত্রপ্রচার করে গুলি বের করা হবে।
রিজেন্ট পার্ক সারাবছর ধরেই দুষ্কৃতীমূলক কার্যকলাপের জন্য উত্তপ্ত থাকে।ভিক্টর এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত। শুক্রবার ভোরের হামলার পিছনেও ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে বলেই মনে করছে পুলিশ। তা সত্ত্বেও ভোররাতে বচসার জেরে ২ ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল কয়েকগুণ। তবে মূল অভিযুক্ত ভিক্টরকে পুলিশ গ্রেপ্তার করায় কিছুটা স্বস্তিতে আছে এলাকা বাসি।